মন্দিরের থেকে বহু শতাব্দীর অন্ধকার

মন্দিরের থেকে বহু, শতাব্দীর অন্ধকার আজ
বেরিয়ে পড়েছে পথে এক অংশ ঢুকেছে জঙ্গলে
বাদুড়ের মতো ঝুলে রয়েছে গাছের ডালে ডালে
কিছুটা আঁধার গেছে মিশে ঐ সবুজ পাতায়
পাতাকুড়ানিরা কিছু অন্ধকার ঝুড়িতে রেখেছে
শুকনো পাতার সঙ্গে, কুচো কাঠ তাদের সঙ্গেও
মিলেমিশে আছে, ভুল আগুনে পুড়বে বলে আছে
ভিক্ষে-করা ভাত হবে বলে ওরা মিলেমিশে আছে।
মানুষের মধ্যে নেই মিলেমিশে থাকার সভ্যতা
জন্তুদের মধ্যে আছে মিলেমিশে থাকার সভ্যতা
মন্দিরের থেকে বহু শতাব্দীর অন্ধকার আজ
বেরিয়ে পড়েছে পথে, ইঁদুর ছুঁচোর মতো পথে।।