কে জানে বা কার ভুলে অতো বড়ো সুঠাম মহাল
ভেঙে ভেঙে টুকরো হলো, মণ্ডপে একাকী পায়রা জাগে
অভিশপ্ত দেবদারু টলোমলো ঐশ্বর্যে শিখর
দোলায় এবং সে-আলোছায়া দ্যাখে এক নগণ্য পথিক
বারবার, পথ ভুলে, ঐ পথে ফিরে ফিরে আসে-
মনে হয় ভেঙে-পড়া, টুকরো হাওয়া তার লাগে ভালো
কে জানে বা কার ভুলে অতো বড়ো সুঠাম মহাল
ভেঙে ভেঙে টুকরো হলো, মণ্ডপে একাকী পায়রা জাগে
অনোরা ঘুমায় আজ ক্লান্ত শুধুমাত্র বেঁচে থেকে
মৃত্যুর দাক্ষিণাহীন যেন দীর্ঘ দেবদারুবীথি
পথিকের কেউ নয়, মহালেরও কেউ নয় আর।।