মৃত্যুর মহান জাতিস্বর

সমস্ত সময় থেকে সময়ের বাহিরে দেখেছি
তোমার উজ্জ্বল রূপ, হে নিষাদ, হে মর্মঘাতক
একদিন; আজ তার ব্যাপকতা বিস্ময়বহতা
হিংসা, প্রতিশোধ নয়, শুধু এক একাগ্র হিংসার
রূপ দেখে, কান্তি দেখে আমরা ভিতরে বহ্নিমান-
এ কী অরাজক দিন বাংলাদেশে মুহুর্তে এসেছে?
একদিন অন্ধকারে কেঁদেছিলো আলোকের কবি
আজ জনপদে হয় বহ্ন্যুৎসব আলোর চিৎকার
ক্রমাগত কবি সুখী দেখে কেন আলোর সুস্থতা
এবং ঋষির মতো নিস্পৃহতা, পাথরের মতো।
এরই মধ্যে ভালোবাসা দৈনিক আপ্লুত হয় রসে
প্রকৃত তাত্ত্বিক ঘরে বসে পড়ে মার্কসীয় দর্শন
ভিতরে-বাহিরে দুই কোলাহল দু-মহাল গড়ে
প্রতিটি নিঃশ্বাস থেকে তৈরি হয় শব্দ রাতারাতি
বিমূঢ়তা থেকে ওঠে মৃত্যুর মহান জাতিস্মর।।