সোনালি আপেল থেকে আপেলের বুকের গভীরে
ঢুকে যেতে চাই বলে, শুয়ে থাকতে চাই বলে আর
মানুষের মধ্যেকার সমূল উদ্দাম ভালোবাসা
আমাকে টানে না কাছে, ছেড়ে দেয়, যেন ধূলাবালি
হাওয়ায় ঘূর্ণিতে ওড়ে, চলে যায় না-দেখার মতো
প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে, মানুষের সখ্য ছেড়ে দিয়ে
দূরে গুণমুগ্ধ মেঘে গা ভাসিয়ে নীলিমার দিকে-
যেন নীলিমাকে ভালোবাসে সে-ও গভীর গভীর
যেন নীলিমার কাছে যাবে বলে পথে বেরিয়েছে
যেন নীলিমারই লোক, আপেলের নয় অধিগত
চেনা নয়, নিরাত্মীয়, সোনালি আপেল- সে তো ভুলই।।