যদি তুমি সন্তানের দুটো চোখ পোড়াও কাজলে
-আমার অসহ্য হবে।
আমি কোনদিন এই কলংকের শোভা
দেখতেও পারি না।
স্বাভাবিকতাই কোনো শিশুকে মানায়
ক্ষয়িষ্ণু মানুষে তুমি রং-বর্ণ দিও,
পরিপুরকতার জন্যে দিও তাকে কবচকুণ্ডল।
শিশুদের ক্ষয় নেই,
আলো-বাতাসের দয়া ওরা আজো সমগ্রে মাখেনি।