মানুষের মধ্যে আলো, মানুষের মধ্যে অন্ধকার
প্রত্যক্ষ করেছি কাল মধ্যরাতে হিংসার আড়ালে
যেন ইতিবৃত্ত ঠেলে আসা কোনো মর্মস্তুদ ছবি-
আক্রমণ, তরবারি, রক্তময় ভীষণ হিংস্রতা
তেমনি দেখেছি কাল মধ্যরাতে শিশুর সহিত
জেগে থেকে, কথা বলে গভীর, পুরনো, সাংকেতিক
ভাষায়, না শব্দ হয়, যাতে না দুজনে ধরা পড়ি।
দোষ নেই, তবু নষ্ট হতে হবে যেহেতু মানুষই!
মানুষের মধ্যে আলো, মানুষের মধ্যে অন্ধকার-
কেউ কেউ বেঁচে আছে, কেউ কেউ মৃত্যুর স্পষ্টতা
নিয়ে স্বাভাবিকভাবে স্তন্য দেয় নিজস্ব শিশুকে
গভীর, ব্যঞ্জনাময়, বিপ্লবের ধোঁয়া এই দেশে
মানুষের বুদ্ধি, মায়া, কায়ক্লেশ প্রাণ নিয়ে খেলে
অধিকন্তু, নিজ শর্তে প্রত্যেকেই পৃথক বিপ্লবী।।