পিছন ফিরলেই দেখি কুশ্রী কুশ্রী কুশ্রী একতাল
প্রকৃতি-পাগল মেঘে লেগে আছে বিদ্যুতের ছটা
যেন গুঁড়ো চুল কোনো উড়ন্ত বিধবা
চাঁদের পিছল স্নেহ
কিংবা নৃত্যে বেসামাল জল
হাওয়ার পাটের ফেঁসো
অবিশ্রান্ত ওড়াউড়ি করে
পিছন ফিরলেই দেখি এইসব
সামনে মানুষ।।
পিছন ফিরলেই দেখি কুশ্রী কুশ্রী কুশ্রী একতাল
প্রকৃতি-পাগল মেঘে লেগে আছে বিদ্যুতের ছটা
যেন গুঁড়ো চুল কোনো উড়ন্ত বিধবা
চাঁদের পিছল স্নেহ
কিংবা নৃত্যে বেসামাল জল
হাওয়ার পাটের ফেঁসো
অবিশ্রান্ত ওড়াউড়ি করে
পিছন ফিরলেই দেখি এইসব
সামনে মানুষ।।