সবিশেষ ছাড়

যদি ভেবে থাকো কোনো ছাড় পাবে বিশেষ পুজোতে
তাহলেই ভুল করবে, এ তো নয় তন্তুজ বা খাদি!
এ তো মারাত্মক শব্দ নিয়ে খেলা অক্ষয় অনাদি,
এখানে ছাড়ের কোনো ব্যবস্থা এখনো চাল, নয়!

তবে হবে, পরে হবে, সবকিছু যখন ছাড়ের
আওতায় এসেছে, একে সবিশেষ ছাড় দিতে হবে।
অনন্য থাকবে না, শব্দ রীতি-নীতি কিছুটা আলাদা
করতে হবে, সে ব্যাপারে প্রকাশক-কবির বৈঠক
কিংবা শীর্ষ সম্মেলন, পার্বত্যশহরে ডাকতে হবে!

হবেই. ছাড়ের ফাঁসে অব্যেস হয়েছে ।