সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের

সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের ভিতরের ক্রোধ
বোঝাতে না পেরে যেন আরো দূরে চলে যেতে থাকে
অভিমানই এরকম অঘটন ঘটাতে সক্ষম-
এই ভেবে, মানুষেরও বুক অভিমানে ভরে যায়
মানুষ নক্ষত্র নয়, নক্ষত্রের মতো দূরে নয়
মানুষের মধ্যে তত্ত্ব নক্ষত্রপুঞ্জেরা খেলা করে।

সেরকম খেলা থেকে প্রাপনীয় সমস্ত বোধের
জন্ম হয়, মৃত্যু হয়- মানুষেরই মধ্যে যেতে থাকে
মিশে তা মাটিতে যেন, শসো আর শ্যাওলার ভিতরে
ক্ষিপ্র ছুঁচ? কিন্তু সে তো মেশে না মাটিতে রক্তে-হাড়ে
তাহলে ও ছুঁচ নয়, গভীর, ব্যাপক ম্লান প্রেম!
কিশোরজীবনে শুধু একবারই ছুঁয়ে যেতে আসে-
অকারণে…
সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের ভিতরের ক্রোধ
বোঝাতে না পেরে যেন আরো দূরে চলে যেতে থাকে।।