সুন্দরের বিকল্প

সুন্দরের কাছে থাকতো সুন্দরের বিকল্প একদিন।
আজ সব ভেঙে-চুরে পৃথিবীর গেরস্তের বাড়িঘরদুয়োরের মতো
নোনা ইট-তক্তা-কাঠ-ঝামা হয়ে গিয়েছে ছড়িয়ে…
সে আর বিকল্প নয় সুন্দরের; কিছু নয় আজ।

কিন্তু সে-স্তূপের পরে একদিন যদি গাছ ওঠে,
বৃষ্টির পীড়ায় ফুটে ওঠে ভাঁট করতালি দিয়ে
তখনি সুন্দর- তার সাজগোজ, বনের গম্ভীর
গন্ধ ও বাতাস বয়! অন্যপারে নতুন বাড়ির
বেড়াল কারণে ঘোরে তবু জনশূন্য ভাঙা মাঠে।
সে-ই কি সুন্দর তবে? সুন্দরের বিকল্প সুন্দরী?