তুমি একা থেকো

দেবদারু বীথি শুধু তোমাকেই টানে
গভীর শিকড়ে তার, তুমি স্তন্যপায়ী!
ওখানে দুধের রং, রসবর্ণ পছন্দ তোমার
একথা পোস্টারে লিখে এঁটে দিয়ে গেছো-
কোনোদিন, মধ্যরাতে, জ্যোৎস্নার ভিতরে?
সত্যি কথা বলো, আমি চেষ্টা করে দেখি।

কোলের কাঙাল আমি, পিপাসার্ত আমি,
কেবলি চন্দন-চিতা আমন্ত্রণ করে;
চলে এসো, অন্যথা করো না।
বাসা খালি আছে, বালি সরানো হয়েছে
চলে এসো, অন্যথা করো না।

এভাবে যাবার আগে, দেবদারু, শিকড়ে মুখ রাখি
অন্তত একবার যাই, তারপর যথা ইচ্ছা যাই-
তুমি একা থেকো।।