উদাসীন, পড়েই রয়েছে

শব্দের নিজস্ব অনুতাপ তাকে পুড়িয়েছে জ্বরে
সে শুয়ে রয়েছে তার চতুর্দিকে কমলার খোসা
যেন সে নক্ষত্রহারা তরুণের মতো লাল চুল
কাঁধের উপরে ফেলে, উদাসীন, পড়েই রয়েছে…

এই পড়ে থাকা, এই পর্যটন-বিমুখ আত্মার
এই শুয়ে-বসে শুধু জব্দ হওয়া, এই মর্চে-ধরা
তাকাশের নিচে থেকে, বাতাসের ছোঁয়া লেগে এই
মনপ্রাণ-সুদ্ধ ডুবে যেতে চাওয়া মৃত্যুর গভীরে!