ঘরেতে তার একটি দুয়ার, অনেকগুলি জানলা
ঘরের মধ্যে আলমারি খাট পোশাক-বোঝাই আলনা
সে যে মানুষ, শুধুই মানুষ, তাই এ হেন সজ্জা
মনের ভিতর জানলাবিহীন অনেকগুলো দরজা
কপাট খোলা সপার্ট তাদের মধ্যে দিয়ে আসছে
আকাশ বাতাস নদীর পানি, আমায় ভালোবাসছে
ভালোবাসছে আমায় একা, একলা ভালোবাসছে
কাছে আসছে, দূরে যাচ্ছে, কেবল ভালোবাসছে
ভালোবাসার শিকড় আমায় জড়িয়ে করে গাছটি
মাটির উপর দাঁড় করিয়ে, ছায়ায় কাছে আসছে
গভীর ভালোবাসছে আমায়, দারুণ ভালোবাসছে।।