আজকাল ভুলে যাই

আজকাল ভুলে যাই, স্রেফ ভুলে যাই কত কিছু।
লজ্জায় করবো মাথা নিচু,
যদি কেউ প্রশ্ন করে, বলুন তো কী আমার নাম? আর
কী-যে হয়-কাল কার সঙ্গে দেখা হলো, বারবার
ভুলে যাই, টেলিফোন নম্বর তো মনেই থাকে না,
আর কত চেনা
মুখ ডুবে থাকে অন্ধকার, এমনকি কবিতার পংক্তি তা-ও
কেমন ধূসর ধ্বনি, চকিতে উধাও।

আমার স্মৃতির উপবন
থেকে নির্বাসন
দেওয়া প্রয়োজন তোমাকেই, কিন্তু তুমি
জুড়ে আছো সর্বক্ষণ আমার মনের আর্ত ভুমি।