আচ্ছা যদি সাত আকাশে

পথের ধারে ছিল পড়ে
ছোট্ট মতো কী-যে!
ন্যাকড়া না কি? পুঁটলি কোনো
শুকনো কিংবা ভিজে?
মেঘ-মুলুকে উড়ছে একা
হলদে পাখার পাখি।
ইচ্ছে জাগে ওকে আমার
হাতটি নেড়ে ডাকি।

রাতের বেলা ঘুমের ঘোরে
কী-যে স্বপ্ন দেখি-
পক্ষীরাজের পিঠে বসে
মজার ছড়া লেখি।

হঠাৎ দেখি দশটি তারা
উঠোন জুড়ে নাচে।
সাতটি পরী দোলায় মাথা
জ্যোৎস্না মাখা গাছে।

আচ্ছা যদি সাত আকাশে
বেড়াই আমি উড়ে,-
পাবো কি এক হীরের বাড়ি
মেঘের পাড়া ঘুরে?