আমার দেশের শিশু

আমার দেশের শিশু, সবাই দলে দলে
কখনও যায় মুক্ত মাঠে, নদীর কিনারে-
কখনও যায় প্রতিবাদী নিশান হাতে
বুক ফুলিয়ে রক্তে-গড়া শহীদ মিনারে,
নানা রঙের শক্র যখন ঘটায় ভাষার ক্ষতি
এবং দেশের হৃদয় নিয়ে করে তামাশা,
নতুন যুগের শিশুরা সব দেবে মুছে
হাটের, মাঠের, শহর গাঁয়ের কালো হতাশা।