আমার খাতা

আমার খাতা অবাক করা
তেলেসমাতি খাতা,
চমকে তুমি উঠবে জানি
দেখে হরেক পাতা।

আমার খাতায় জড়িয়ে আছে
সবুজ পরীর মায়া,
তাই সেখানে খেলা করে
পাষাণপুরীর ছায়া।

আমার খাতায় দোলে হাওয়ায়
হীরের গাছের ফল,
বাজে মধুর চম্পাবতীর
পায়ে সোনার মল।

আমার খাতায় আছড়ে পড়ে
সাত সাগরের ঢেউ,
আকাশ কালো করে আসে
সুলেমানের দেও।

আমার খাতায় সিন্দাবাদের
জাহাজ বেড়ায় ভেসে,
আকাশ-ছেঁড়া তারা ঝরে
কঙ্কাবতীর কেশে।

আমার খাতায় ডালিম কুমার
পক্ষীরাজে ওড়ে,
পক্ষীরাজের পালক পড়ে
দুয়োরানির দোরে।

আমার খাতায় রবি ঠাকুর
হাসেন রবির মতো।
কাজী কবি ঝড় হয়ে যান,
দোলেন অবিরত।

আমার খাতায় বানায় বাসা
বাবুই পাখি সুখে,
সুর ঝরিয়ে দেয় পাপিয়া
উইয়ের ঢিঁবির বুকে।

আমার খাতায় ডুকরে ওঠে
লক্ষ ভুখা লোক,
তাকিয়ে থাকে হিরোশিমার
গলে যাওয়া চোখ।

আমার খাতায় গর্জে ওঠে
ভীষণ মেশিনগান,
আমার খাতায় মিশে থাকে
ভোরের পাখির গান।

আমার খাতায় স্বাধীনতার
নিশান আছে আঁকা
আমার খাতা জুড়ে শাদা
কবুতরের পাখা।