আমায় নিয়ে যা

নীলে ঘোড়া নীলে ঘোড়া পক্ষিরাজের ছা,
মেঘড়ুমাড়ুম আকাশপারে তা থৈ তা থৈ তা।
মেঘের দোলায় চললি কোথায়, কোন সে অচিন গাঁ?
আয়-না নেমে গলির মোড়ে করবে না কেউ রা’।
খিড়কি-দুয়োর কেটে দেব আস্তে ফেলিস পা,
সাগরপারের চাল দেব পেটটি ভরে খা।
মাছের কাঁটা ফুটল পায়ে, হাঁটতে পারি না-
চিকচিকে তোর ডানায় করে আমায় নিয়ে যা।