বাড়ি

বাড়ি করছেন,
আশমান-ছোঁয়া
বাড়ি করছেন!

উনি করছেন,
তিনি করছেন,
দোতলা তেতলা
বাড়ি করছেন।
লেনে বাইলেনে
রাস্তার ধারে,
পুকুরে পাড়ে,
বাড়ি করছেন।

বগর বাজিয়ে
কেমন গাজিয়ে
বাড়ি করছেন।

খোকা খুকুমণি
বাজাও এখুনি
বাজাও হে তালি।

হাত বড় টান,
তবু আলিশান
বাড়ি করছেন
মীর করমালি।

মেরে কিছু মাছি
এ শহরে আছি।
সাত তাড়াতাড়ি
এখনো গড়তে
পারিনিতো বাড়ি।

তবু সান্ত্বনা
আছে এক কণা।
মেঘ-মুল্লুকে
আমি মহাসুখে
গড়েছি মহল!
করিনি খরচ
এক কানাকড়ি।
আমার মহল
বিনি আলোতেই
করে ঝলমল।

সেখানে নিত্য
খুব সুন্দরী
লাল নীল পরী
দিচ্ছে টহল।