চাঁদ মামাকে

চাঁদ মামাকে ডেকে খুকী
বলে কিছু চাও কি?
চেয়ে হীরার হারটি সত্যি
হাতে পেয়ে যাও কি?

এই তো দ্যাখো চাঁদের কাছে
আছে মালা ফুলের।
সেই মালাটা মেঘের মাথার
ঢেউ-খেলানো চুলের।

চাঁদ মামাটা দুষ্টু ভারি
মেঘে থাকে লুকিয়ে।
অন্ধকারের দেনা কিছু
দেয় সত্যি চুকিয়ে।

বাদ্যি বাজায় সুরের রাজা
গালটি বেজায় ফুলিয়ে।
সুরের টানে তারার আসর
নাচে মাথা দুলিয়ে।

আমরা ঘুমে দেখছি কত
স্বপ্ন মজার রঙের।
সেসব রঙে জীবন বটে
হয়তো নানা ঢঙের!