চাঁদের দেশে কিছুক্ষণ

শোন্ দীপিতা আমরা দু’জন
উড়ে উড়ে চাঁদের দেশে যাবো।
রাতের বেলা সেই মুলুকে
পৌঁছে গেলে তারার মালা পাবো।
সেই মালাটা তোকে আমি
পরিয়ে দেবো হাওয়ায় ভেসে ভেসে।
তক্ষুণি তোর গলা জানি
তারার মতোই উঠবে বটে হেসে।
শোন্ দীপিতা, আমরা দু’জন
তোর সে গলার মায়াজালে
যাবো ভেসে এক নিমেষে
পরীর দেশে, নাচবো ওদের তালে।
শোন্ দীপিতা, তোর সে হারের
দোলায় দুলে উঠবে নদীনালা।
চোখের পাতা কেঁপে ওঠার
সাথেই শুরু বাড়ি ফেরার পালা।