ছোট্ট শিশুদের জন্যে

ছোট্ট শিশু, বলছে আমায়-
‘শোনো তো ভাই কবি,
পারবে না কি আঁকতে তুমি
আঁকতে আমার ছবি?’

ছিলাম আমি একলা তখন
রাঙা মেঘের ভেলায়,
তারার সঙ্গে ছিলাম সুখে
মন-মাতানো খেলায়।

ছোট্ট শিশু, তোমার কথা
ফেলতে পারি না তো।
দিচ্ছি তোমায় তারার তোড়া,
হাতটা তুমি পাতো।

ছোট্ট শিশু বললো ‘শোনো,
চাইনে আমি তারা।
পেলে ছড়া আনন্দে ভাই
হবো আত্মহারা’।

মিষ্টি শিশু, এবার তোমার
জন্মদিনে হেসে
আসবে দেখো আমার কথার
সপ্ত ডিঙা ভেসে।