দামাল ছেলে

বাংলাদেশের দামাল ছেলে,
দেশজোড়া তার লাফ।
বলল হেঁকে, ‘দৈত্য-দানো,
সাফ হয়ে যা সাফ’।

যেখানে যায় সঙ্গে ছোটে
মস্ত শহর, গ্রাম।
তার যে নাচেব ছন্দে নাচে
মানুষ, বাড়ি, ট্টাম।

কী জাদু তার গলার স্বরে
দেশ হয়ে যায় গান!
গানের সুরে ভিনদেশী সেই
রাজার কাঁপে প্রাণ।

রাজার সেপাই বাঁধল তাকে,
হ’ল যে তার জেল,
কিন্তু এ কী দেখল সবাই
ভানুমতীর খেল।

বাংলাদেশের দামাল ছেলে
বাজায় এমন বীণ,
তারই সুরে শেকল ছেঁড়ে,
রাত হয়ে যায় দিন!