দিদাভায়ের ঝুলি

আয় নয়না আয় দীপিতা
তোদের দিদাভায়ের কাছে,
দিদাভায়ের ঝুলির ভেতর
অনেক মজার গল্প আছে।

দিদা তোদের যাবে নিয়ে
সোনার রাঙা বেলাশেষে,
সাত আকাশের ওপারে এক
ডানাঅলা পরীর দেশে।

পরীর দেশে গহীন রাতে
নানা রঙের বসে মেলা,
সেই মেলাতে তোদের মতো
মিষ্টি মেয়ে করে খেলা।

কিন্তু সে দেশ হোক না যতই
মজার খেলার রঙে ভরা,
নেই সেখানে ফুলের আসর,
নেই’ক নদীর ঘাটে ঘড়া।

শোন নয়না, শোন দীপিতা
দেশ আমাদের মায়ের মতো,
তার মাটিতে আমরা সবাই
নিত্য করি মাথা নত।