একজন বৃষ্টিভেজা লোক

সন্ধেবেলা একজন বৃষ্টিভেজা
লোক বহুদূর
থেকে তার পায়ের ঘুঙুর
বাজাতে বাজাতে এসে থামে
আমার নিবাসে। তাকে
স্বাগত জানাব নাকি
তাচ্ছিল্যের ছাঁটে
রাখব দূরত্বে,-এই দোটানার
দোলক থামিয়ে
বলি মৃদু হেসে, ‘আপনি কি
ক্লান্ত খুব হে বাউল?’

চায়ের উষ্ণতা তাকে পায়ের
ঘুঙুর তাৎক্ষণিক
বাজাতে উদ্বদ্ধ করে। বইপত্র,
দেয়ালের ছবি,
আসবাব-সব কিছু
উদাসীনতায়
নিঝুম ভাসিয়ে তিনি কথা
আর সুরের মঞ্জরী
ফোটালেন লহমায়। আমি
তার গৈরিক নৃত্যের
ঘূর্ণিত আভায় আচানক দেখে
ফেলি দাঁড়ানো লালন সাঁই।

৭.৩.৯৩