গলির বাসিন্দা

এখন থাকি সবাই মিলে এক বাড়িতে
একটি সরু গলিতে।
আছে কত মজার গল্প জমা আজও
গলির ইয়া থলিতে।

একটি দুটি পাখি হঠাৎ উড়ে এসে
গাছের ডালে বসছে,
তাদের নাচে গাছের কিছু হলদে পাতা
ইতস্তত খসছে।

ওগো পাখি, ছোট্ট পাখি, খুকীকে রোজ
শোনাও পরীর কিসসা,-
কিস্‌সা শুনে সত্যি খুকী হবে খুশি,
পাবো খুশির হিস্‌সা।

যখন রাতে একলা ঘরে চুপটি বসে থাকি,-
তখন মনে ভাসবে
ভয়-জাগানো নানা ঢঙের ছবি কিন্তু,
আঁধার হো-হো হাসবে!