ঝড়

সবকিছু এরকম শান্ত আশেপাশে, আসমানে
রেশমি মেঘের আনাগোনা, যেন ফুলবাবু; পাখি
বাগানকে সাজায় মধুর সুরে, সুঘ্রাণ বিলায়
গোলাপ, মালতী, জুঁই। পথিকেরা যে যার ডেরায়
পৌঁছে যায় ঠিকঠাক। কোথাও বাজে না বিসম্বাদী
কোনো সুর; ঘরে ঘরে আলো জ্বলে, ক্যাসেট প্লোয়ারে
রবীন্দ্রনাথের গান পূর্বপুরুষের আশ্নীর্বাদ,
কবি তার শেষ পঃক্তি রচনার তৃপ্তি পেয়ে যায়।

অকস্মাৎ আকাশের মুখে কালি ঢেলে ঝড় আসে
দিগন্ত কাঁপিয়ে লণ্ড ভণ্ড চতুর্দিক, গেরস্তের
ঘর ভাঙে তাসের বাড়ির মতো, বুড়ো বট মুখ
থুবড়ে মাটিতে পড়ে শেকড়সমেত, যেন কোনো
স্বৈরাচারী শাসকের সিংহাসন ধুলায় লুটায়
দিগ্ধিদিক রাজপথ-উপচানো গণ অভ্যুত্থানে।