কেমনতরো লোক

লোকটা যেন দেখতে কেমন,
আমি কি ছাই ডরাই?
যখন-তখন লুফে বেড়ায়
লোহার মস্ত কড়াই।
হোক সে যতই বীর বাহাদুর
কেয়ার কবি থোড়াই।

কখন কোথায় ঘুমায় সে যে,
কখন ঘোরে বাউল সেজে,
বলতে পারা সহজ নয়।
যখন হঠাৎ মরজি হয়,
নেচে বেড়ায় তেপান্তরে,
কিংবা বসে বালুচরে।
তার খেলার সঙ্গী চখা,
ময়না, শালিক, চড়াই।
কাজ করে সে হরেক রকম,
একটু বেশি, একটু-বা কম।
রাঙা মেঘে উড়ে বেড়ায়,
খানিক জিরোয় তারার ডেরায়।
লোকটা তবু একরত্তি
করে নাকো বড়াই।

আসলে এই লোকটা, শোনো,
ভয়ের পাত্র নয় সে কোনো,
নিজের সাথেই সকালসন্ধ্যা
করছে শুধু লড়াই।