কেউটেরা সব

যাসনে খোকা, যাসনে খুকি
আলবদরের ঘরে।
(ওরা) খুন করেছে অনেক মানুষ
এই তো একাত্তরে।

খুনের নেশা যায়নি ওদের
স্বাধীন বাংলাদেশে।
আজো ওরা লোকের গলায়
চালায় ছুরি হেসে।

কেউটে ওরা, যখন-তখন
ফোঁসে ফণা নেড়ে।
একাত্তরের কথা বললে
মারতে আসে তেড়ে।

এমন সবুজ বাংলাদেশে
আর নয়রে খুনের দাগ।
(ওরে) আলবদরের কেউটেরা সব
ভাগরে তোরা ভাগ।