খোকা খুকী মনে রেখো

সাঁঝের বেলা নীল আকাশে
ফুলের মতো ফুটলে আলো,
খেলা ছেড়ে খোকা খুকীর
তারার নাচন লাগে ভালো।

পড়ার বইটি ছবিভরা
হলেই ঠোঁটে ফোটে হাসি।
আমরা যারা বুড়োবুড়ি,
তাদের খেলা ভালোবাসি।

এই যে ওরা বইয়ের পাতায়
ছবির সাথে শব্দ দেখে,
নানা শব্দ শিখে ওরা
আরো মজার গল্প শেখে।

খোকা, খুকী মনে রেখো-
শুধুই তারা দেখবে না।
মাটির দিকে চক্ষু মেলে
অনেক কিছুই যায় চেনা।