খোকার ইচ্ছে

বিকেলবেলা প্রজাপতির ওড়াউড়ি
দেখতে আমার ইচ্ছে হয়,
শীত-সকালে চুপটি ক’রে উনুনে হাত
সেঁকতে আমার ইচ্ছে হয়,
রাতের বেলা রুপোর বুটির মতো তারা
গুনতে আমার ইচ্ছে হয়,
ভেলায় ব’সে মেঘনা নদীর ভাটিয়ালি
শুনতে আমার ইচ্ছে নয়,
দুপুরবেলা মাঝপুকুরে সাঁতার কেটে
ভাসতে আমার ইচ্ছে হয়,
কাঠবিড়ালি এলে হঠাৎ খিলখিলিয়ে
হাসতে আমার ইচ্ছে হয়।