খোকার জন্যে

রাতদুপুরে কপাটে কে
আস্তে দিল কোটা?
বলতো আমায় চুপটি ক’রে
এলি কি তুই খোকা?

বাগান জুড়ে জুঁই চামেলি
ফুটছে থোকা থোকা।
এমন সময় কোথায় গেলি
লক্ষ্মী আমার খোকা?

ঘরের ভেতর আঁধার কাঁপে
বাইরে জোনাকপোকা।
আড়ালে আর থাকিসনে তুই
আয় চলে আয় খোকা।

রাগ করেছি ভেবে কি তুই
আসিস না আর খোকা?
কী করে বল ভাবলি এমন,
তুইতো ভারি বোকা!

শব্দ শুনি হরেক রকম,
খাচ্ছি শুধু ধোঁকা;
সবকিছুতে পায়ের শব্দ
পাচ্ছিরে তো খোকা।

কত নিশুত রাত গেল যে
নেইকো লেখাজোখা,
তবু আমার খাঁখা-বুকে
এলি না তুই খোকা।