খোকার খাতা

খোকার আছে মজার খাতা,
বাহা, বাহা, বাহারে।
সেই খাতাটা উঠতে পারে
মস্ত উঁচু পাহাড়ে।

খোকার খাতা পাখির মতো
উড়তে পারে আকাশে,
গোলাপ ফুলের তোড়া হয়ে
ভাসতে পারে বাতাসে।

সেই খাতাটা যেতে পারে
নীল সাগরের কিনারে,
এক নিমেষে পারে যেতে
হালকা মেঘের মিনারে।
খোকার খাতায় পরী ঘুমায়,
রৌদ্র পোহায় পৃথিবী।
বলছে খাতা, ‘কনক চাঁপা,
বল তো আমায় কী দিবি?’