খোকন সোনা দোলে

চাঁদ দোলে সুয্যি দোলে,
দোরে নদীর জল।
দোলে আমার খোকন সোনা,
দোলে হীরের ফল।

সোনার গাছে ডাকছে ব’সে
কোন সে পাখি বল?
হীরামনের মিতা বুঝি
নামায় সুরের ঢল।

চাঁদ দোলে সুয্যি দোলে
দোলে ফুলের দল।
জোছনা-দড়ির দোলনা দোলে,
দেখবি সবাই চল।