কবেকার হাহাকার

তারপর দিগন্তে বেদনা
ঘন চুল এলিয়ে জমাট,
ইলেকট্রিকের দীর্ঘ তারে হুহু কাক, জলকণা
কী ব্যাপক জাল; সারি সারি ঘরবাড়ি মাঠঘাট
জব্দ, বন্দী আকাশে মেঘের মোষ কিংবা, মেষ
মাঝে-মধ্যে বিদ্যুল্লেখা, বইছে হাওয়ার
দীর্ঘশ্বাস শহরকে ঘিরে, রবীন্দ্র সঙ্গীত শেষ
ক্যাসেট প্লেয়ারে, বসে আছি একা ঘরে,
আকাশের চোখ ফেটে
ঝরে শুধু ঝরে
অশ্রুজল, ইচ্ছে নেই কোথাও যাওয়ার।
কেউ কি দাঁড়ালো এসে গেটে?
যূথীর বিধুর গন্ধে কী যেন হঠাৎ মনে পড়ে
হৃদয়ের ঘোর মন্বন্তরে।

অন্ধকার দিন
গাঢ়, কালো চোখের মতন
তাকায় আমার দিকে, একলা পথিক, উদাসীন,
ধূসর বর্ষাতি-পরা, ভেজা পথে হাঁটে,
হৃদয়ে যক্ষের নিবেদন,
পানিডোবা মাঠে
ব্যাঙের কোরাস, দূরে বেহালার ছড়ে
কে বজায় মেঘ? আরো বেশি অন্ধকার
নেমে আসে হৃদয়ের চৌদিকে এমন দ্বিপ্রহরে,
আকাশে মাটিতে কবেকার হাহাকার।