নির্বাসনের বিরুদ্ধে

কে আমাকে স্বর্ণচাঁপা এবং গোলাপ থেকে দূরে নির্বাসনে
এখনই পাঠাতে চায়? কার হাত আমাকে সরাতে
তৎপর দোয়েল, বুলবুল আর কোকিলের মহফিল থেকে?
না, আমি যাব না এ রকম নির্বাসনে। সৌন্দর্যের
স্তব রচনায় অনলস এই আমি
সুন্দরের মাঝে বসবাস করে যেতে চাই বিরতিবিহীন।
আমার চুম্বনে কত স্বর্ণচাঁপা, গোলাপ, চামেলি,
জুঁই, বেলী সুখে কেঁপে উঠেছে অজস্রবার আর
দোয়েল, পাপিয়া, বুলবুল, কোকিলের
সুরেলা আসর
আমার সান্নিধ্য চেয়ে হয়েছে ব্যাকুল বারবার। প্রতিদিন
আমিও রেখেছি পেতে কান প্রিয় পাখিদের গানের উদ্দেশে।

হে আমার মনোনীতা, আমি শুধু জানি
তুমি আছো ফুলের শোভায়, ঝর্ণাধ্বনি
এবং গায়ক পাখিদের কলতানে। যে-হাত আমাকে আজ
ফুল, পাখি, ঝর্ণা সরোবর থেকে দূরে
নির্বাসনে দিতে চায়, বস্তুত সে তোমার আমার
মধ্যে বিচ্ছেদের দীর্ঘ কালো রেখা টেনে দিতে প্রবল আগ্রহী।
তাহলে কী করি বলো এ যুগ-সঙ্কটে।
থাকি প্রতিবাদহীন, নিই মেনে এই নির্বাসন?