নতুন শতক

নতুন শতক এল দ্যাখো
ময়ূরপঙ্খি নায়ে।
খুশির আবীর ছড়িয়ে পড়ে
শহর এবং গাঁয়ে।

ময়ূরপঙ্খি নায়ের ভেতর
কত্ত কিছু আছে,
তাই-না দেখে মনের সুখে
দোয়েল-শ্যামা নাচে।

আর রবে না অভাব কোনো
দেশ কি দেশান্তরে,
খোকা-খুকির মুখে হাসি
ফুটবে ঘরে-ঘরে।

ভায়ে-ভায়ে হবে না আর
লড়াই কোনোখানে
দিগ্ধিদিক উঠবে ভ’রে
বুক-মেলানো গানে।

খরায় পোড়া বিরান মাঠে
ফলবে ফসল কত,
নতুন শতক জ্বালবে পিদিম
লক্ষ তারার মতো।

এই বোশেখে নতুন শতক
এল খেলাঘরে-
এই-না বলে খোকা-খুকি
পঙ্খিরাজে চড়ে।
পঙ্খিরাজের ডানায় আছে
কত্ত ছড়া লেখা।
নতুন যুগের নতুন ছড়া
আজকে যাবে শেখা