নয়নার চাওয়াগুলো

নয়না চায় এই গলিতে
যাক বয়ে যাক একটি নদী।
এক পলকে বইছে নদী
নয়নাদের ঘর অবধি।

নয়না চায় আকাশ থেকে
ঝরুক তারা বাগানে তার,
বাগান জুড়ে তারার মেলা,
দেখছে সবাই চমৎকার।

নয়না চায় তাদের ঘরে
আসুক দোয়েল, কোয়েল, টিয়ে
এক নিমেষে নয়না এই
খেলছে ব’সে ওদের নিয়ে।

নয়না চায় ভিড়ুক দোরে
মনপবনের সোনালি নাও,
চোখের পাতা কাঁপার সাথেই
নায়ের পালে লাগছে বাও।

নয়নার এই চাওয়াগুলো ফলছে কেমন
ক’রে, জানো?
কিছু তুলি, রঙের বাক্‌সো
দোকান থেকে কিনে আনো।

এনে সেসব ইচ্ছেমতো
কাগজ জুড়ে আঁকো ছবি,
দেখবে তুমি চাইছ যা যা
একে একে হচ্ছে সবই