নয়নার কিছু কথা

মাটির ঘোড়া, কাঠের ঘোড়া
গড়তে আমার ভালো লাগে।
নানা রঙের পরীর কথা
পড়তে আমার ভালো লাগে।

মনে মনে পাখির মতো
উড়তে আমার ভালো লাগে।
তেপান্তরের ধুধু মাঠে
ঘুরতে আমার ভালো লাগে।
নদীর ঢেউয়ের সঙ্গে কথা
বলতে আমার ভালো লাগে,
জ্যোৎস্নারাতে পথে একা
চলতে আমার ভালো লাগে।

দোয়েল পাখির মধুর ধ্বনি
শুনতে আমার ভালো লাগে,
শুয়ে-শুয়ে রাতের তারা
গুনতে আমার ভালো লাগে।

দিদার সাথে রাতের বেলা
থাকতে আমার ভালো লাগে।
ফুলের ছবি, বকের ছবি
আঁকতে আমার ভালো লাগে।

বই থেকে রোজ অনেক কিছু
শিখতে আমার ভালো লাগে,
দাদাভায়ের মতো ছড়া
লিখতে আমার ভালো লাগে।