অচিন ঘোড়সওয়ার

পেরিয়ে সবুজ পরীদের ঘাট,
পেরিয়ে অনেক জ্যোৎস্নার মাঠ
এল নির্জন বাড়িটার কাছে
অচিন ঘোড়সওয়ার।

আঁধারে জ্বলছে পাগড়ির চুড়ো,
ঘোড়ার শরীর তারাদের গুঁড়ো
বন্ধ কপাটে বল্লম ঠোকে
অচিন ঘোড়সওয়ার।

বলে না কিছুই, কাউকে ডাকে না,
এখানে তা হলে কেউ কি থাকে না?
বাড়িটাকে ঘিরে ঘোরে একা একা
অচিন ঘোড়সওয়ার।

চিকচিকে ঘাম ঘোড়ার শরীরে,
নিশ্বাস কাঁপে জোনাকির ভিড়ে,
ঘাড়ফোলা পেঁচা দ্যাখে কী যে একা
অচিন ঘোড়সওয়ার।

ভুখা চাঁদ ক্রমে হেলে পড়ে কোণে,
ঘোড়ার খুরের ধ্বনি ডোবে বনে,
ঘাসগুলি দ’লে চলে যায় দূরে
অচিন ঘোড়সওয়ার।