অমর নাম

একটি ছেলে, গাঁয়ের ছেলে
মাঠে-ঘাটে ছোটে,
রোদের মতো তাজা হাসি
ফোটে যে তার ঠোঁটে।

ঘাসের দিকে, লতার দিকে
তাকায় ভালোবেসে,
মধুমতী নদী তাকে
দেখে ওঠে হেসে।

এই ছেলেটি বড় হয়ে
দেশের লোকের তরে,
শক্রসেনার সঙ্গে জীবন
বাজি রেখে লড়ে।

জেল জুলুমে দিন কাটে তার,
ভয় পায় না মোটে,
মুক্তি পেলে তার মিছিলে
সবাই এসে জোটে।

গাছের পাতা, ধূলিকণা
বলছে অবিরাম,
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর
অমর তোমার নাম।