রাকার ছড়া লেখা

রাকা নামের কন্যে
ছড়া লেখার জন্যে
খুঁজতে গেল মনে-মনে
কঙ্কাবতীর ঘাটকে,
তেপান্তরের মাঠকে।

দুয়ারে খিল এঁটে
বিছানাটায় সেঁটে
রাকা মিলায় ছন্দ,
খেলাটা নয় মন্দ।
আমরা সবাই দেখি
ময়ূরপঙ্খি একী
হল রাকার খাটটা।
নয়কো মোটে ঠাট্টা।

হচ্ছে একী যা-তা
যাচ্ছে ছড়ার মাথা
চাঁদের গলায় আটকে
এখন সময় রাকার
চুপটি ক’রে থাকার।
ছড়ায় ছড়ায় ছন্দ
হয়ে গেলো বন্ধ।