সাগরতুল্য সবার দিকে

বন্ধু, খানিক দাঁড়াও এই
ঝোপের ধারে। পরে না হয় পা চালিয়ে
যাওয়া যাবে অন্যপথে,
যেখান থেকে আখেরে ঠিক পৌঁছে যাবো
অভীষ্ট সেই সাগরতুল্য সভাস্থলে।
এখানে এক মুক্তিযোদ্ধা চিরনিদ্রা
নিয়েছিলেন আলিঙ্গনে যুদ্ধ ক’রে বিদেশী সব শক্রসেনা
এবং নিজের দেশের কিছু ঘৃণ্য লোকের ঘোর বিরুদ্ধে।
বন্ধু, এমন স্থানে খানিক নত মাথায়
না দাঁড়ালে ভুলের বোঝা বইতে হবে।

ঝোপের পাশে অবহেলায় শুয়ে-থাকা
মুক্তিযোদ্ধা এখনো কি এই এলাকার কিছুলোকের
স্মৃতিতে খুব ঝলসিত? না কি সবাই
অবহেলার আঁস্তাকুড়ে কবর দিয়ে আছে সুখে?

বন্ধু এবং আমি নানা ভাবনা বয়ে নিয়ে
যাচ্ছি হেঁটে অভীষ্ট সেই সাগরতুল্য সভার স্থলে।
যাচ্ছি হেঁটে, সূর্য ডোবার আগেই হেঁটে
যেতে হবে সবার মাঝে মুক্ত মনে, যেতেই হবে।

দেরি করা চলবে না আর,
কোথাও আর থামলে এখন চলবে না ভাই,
সূর্য ডোবার আগেই আশা জাগিয়ে রেখে
চলতে হবে, চল বন্ধু, এগোই চল ভবিষ্যতের খোলা পথে।

১৬-১০-২০০৩