শব্দ

শব্দ সে তো জোছনা-নাওয়া নদীর
তীর,
শব্দ সে তো সন্ধেবেলার মেলার ভিড়।
শব্দ সে তো ভর-দুপুরে শঙ্খচিল,
শব্দ সে তো টলটলে ওই পদ্মা বিল।
শব্দ সে তো রাখালছেলের ডাগর চোখ,
শব্দ সে তো চলতি পথে হাটের লোক।
শব্দ সে তো খোকনসোনার চিকন ছিপ,
শব্দ সে তো লক্ষ্মী-মেয়ের লালচে
টিপ।
শব্দ সে তো আয়না-জোড়া নানির মুখ,
শব্দ সে তো নকশি পিঠে খাওয়ার সুখ।
শব্দ সে তো ভরা গাঙের মাঝির হাঁক,
শব্দ সে তো ধর্মঘটের ব্যস্ত ডাক।
শব্দ সে তো পিঠে-বাঁধা নতুন তূণ,
শব্দ সে তো বীর শহিদের তাজা খুন।
শব্দ সে তো দুঃখভরা পথের শেষ,
শব্দ সে তো রৌদ্রমাখা বাংলাদেশ।