সুয্যিমামা

আজকে হঠাৎ সুয্যিমামার
মেজাজ হল গুম,
কালো চাদর মুড়ি দিয়ে
খুব দিয়েছে ঘুম।
তাইতো দেখি দিনের বেলা
অন্ধকারের ধুম।

নোলক নেড়ে শোলক ব’লে
পলাশতলির গাঁয়
কাজলা দিনে কন্যা নাচুক
লাল খাড়ুয়া পায়।
ঘাটের আড়ে, মাঠের ধারে
ডাকুক পাড়ার লোক,
সুয্যিমামা পণ করেছে
খুলবে না সে চোখ।