সকাল

প্রতিটি সকাল সূর্য দেয়াল টপকে
ফটকে ছুড়ে দ্যায় তার রশ্মি-হিরণ,
কিন্তু ফটকে ঝুলছে তারা।
কয়েদখানার ভেতরে চৌকি আঁধারে ঢাকা,
অথচ বাইরে ঝলমল করে সূর্যোদয়।


জেগে উঠলেই প্রত্যেকে মাতে উঁকুন-হননে।
বেলা আটটায় ঘণ্টা রটায়
সকালবেলার খাবার সময়।
চলো চলো যাই আমরা সবাই।
প্রাণভরে আজ খাই’গে চলো
ঢের দুর্ভোগ সয়েছি আমরা,
এবার আসবে।
আসবে সুদিন সুনিশ্চয়।