সৃজনের আভা জেগে থাকে

পেলব গজায় পাতা গাছের শাখায় শব্দহীন, ক্রমান্বয়ে
একে একে বাতাসের বুকে ভেসে ভেসে
অবশেষে পেয়ে যায় ঠাঁই মৃত্তিকার
উদার হৃদয়ে। অন্তরালে সময়ের
কাঁটা ঘোরে অবিরাম। কাঁটার দংশনে কত ক্ষত
জন্ম নেয়, তবুও নিবিড় শুশ্রূষায় সৃজনের আভা জেগে থাকে।

কেউ কি পেছনে খুব ঠেলে দিতে চায় কূট চালে?
চায় কি মেঘের অন্তরালে লুকিয়ে ফেলতে
কোনও ছলে? নানা ঢঙে কালো কিংবা ধূসর মেঘের
ছলনা খেলায় মেতে ওঠে, অথচ সকল বাধা
ছিঁড়ে ফুঁড়ে ঝকঝকে মুদ্রার মতই জেগে উঠে
ডাগর চাঁদের মুখ রটায় সর্বত্র আজ প্রগাঢ় সংবাদ।