সূর্যি মামা গেল এখন

সূর্যি মামা গেল এখন কদ্দূর?
কতটা আর ঢালবে সোনা-রোদ্দুর?
আকাশ জুড়ে সূর্যি মামা থাকে,
যায় সে বটে যেতে পারে যদ্দূর।

কালো মেঘে ঢাকা পড়ে সূর্য,
দেয় না দেখা বাজালেও তূর্য।
যখন আবার দেয় সে উঁকি আস্তে,
আকাশে ফের আলো থাকে ভাস্‌তে।

খোকা খুকি বেরিয়ে আসে বাইরে,
এসো সবাই রোদেলা গীত গাইরে।
আমরা যাবো পরীর দেশে বেড়াতে,
পরীর গায়ে সাজাবো ফুল সে-রাতে।

এই ভ্রমণে কারা হবে সঙ্গী?
যাদের আছে প্রাণ-জুড়ানো ভঙ্গি।