ঠাকুর বাড়ির সেই ছেলেটি

জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির
বাসিন্দা এক ছেলে
আকাশ পাতাল অনেক কিছুই
দ্যাখে দু’চোখ মেলে।

সেই ছেলেটি খাতার পাতা
সাজায় পদ্য লিখে,
দূরের চন্দ্র তারা থেকে
নেয় সে কিছু শিখে।

সেই ছেলেটি যুবক হয়ে
কাজের ফাঁকে সুখে
বজরা নিয়ে ঘুরে বেড়ায়
পদ্ম নদীর বুকে।

সেই ছেলেটির মিতা বটে
রোদ-ছড়ানো রবি,
সেই ছেলেটি পদ্য লিখে
হলো বিশ্বকবি।