তোমার চোখে

তোমার চোখে অনুবিশ্ব
আবিষ্কারের
নেশায় আমি বুঁদ। সেই কখন
থেকে
তোমার চোখের ভেতর
এই পর্যটক উত্তর মেরু থেকে
দক্ষিণ মেরু এবং
দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু
পাড়ি দিয়ে চলেছে।
পথের শেষ কোথায়?
কোথায় সেই অনুবিশ্ব, যার
সন্ধানে বার বার এই পর্যটক
হায়, হারিয়ে যাচ্ছে কুয়াশায়?

নীল এক পাহাড়ের গুহায়
হঠাৎ
প্রবেশ ক’রে দেখি অতিকায়
মাকড়সার জালে দশমীর চাঁদ
আটকা প’ড়ে হাঁসফাস
করছে।

৪.৩.৯৩